Tuesday, March 28, 2023

রাজীব চন্দ্র পাল

ইচ্ছে ডানা

ইচ্ছে করে
আমার যা কিছু নিজের সব বিলিয়ে দিই অকাতরে,
ইচ্ছে করে 
আমার যা কিছু ভালো সব ছড়িয়ে দিই অঙ্কুর করে,
ইচ্ছে করে
আমার সব হাসি দিয়ে হাসি ফোটাই নীড়ে নীড়ে,
ইচ্ছে করে
সকলের যত মন্দ আছে উড়িয়ে দিই ফুৎকারে,
ইচ্ছে করে
যার যত দহন আছে কুড়িয়ে আনি নিজের তরে,  
ইচ্ছে করে
যে আগন্তুক পথ হারায় পাথেয় হই তার তরে,
ইচ্ছে করে
সব মানুষকে আপন করি নিজের করে,
ইচ্ছে করে
আমার এই আমিটাকে উজাড় করি সকলের তরে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...