Tuesday, March 28, 2023

শ্রীমান দাস

ঘর   
.

তোমার চৌহদ্দি জুড়ে অবিশ্বাসের দমকা হাওয়া,
এ প্রান্তে আমার আদর্শের জীর্ণ কুঁড়েঘর।

উন্মাদিনী ঝঞ্ঝা এসে নাড়া দেয় বারংবার,
আমি বুক পেতে আগলে রাখি ঘর।

হোক না এ ঘর জীর্ণ,থাক না দুঃসময়ের গ্লানি
তবু এ মায়ার আচ্ছাদন আপন বলেই জানি।

যে ঘর তুমি ভাঙতে চেয়ছো অবিশ্বাসী প্রলয়ে 
সে ঘর আমায় আশ্বস্ত করে প্রতিটি ভোরে।

তুমি যতই ছিঁটাও কালিমা - মিথ্যা অভিযোগ
তবু এ ঘর আমার কাছে প্রেরণাদায়ী মন্দির।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...