ঘর
.
তোমার চৌহদ্দি জুড়ে অবিশ্বাসের দমকা হাওয়া,
এ প্রান্তে আমার আদর্শের জীর্ণ কুঁড়েঘর।
উন্মাদিনী ঝঞ্ঝা এসে নাড়া দেয় বারংবার,
আমি বুক পেতে আগলে রাখি ঘর।
হোক না এ ঘর জীর্ণ,থাক না দুঃসময়ের গ্লানি
তবু এ মায়ার আচ্ছাদন আপন বলেই জানি।
যে ঘর তুমি ভাঙতে চেয়ছো অবিশ্বাসী প্রলয়ে
সে ঘর আমায় আশ্বস্ত করে প্রতিটি ভোরে।
তুমি যতই ছিঁটাও কালিমা - মিথ্যা অভিযোগ
তবু এ ঘর আমার কাছে প্রেরণাদায়ী মন্দির।
No comments:
Post a Comment