দহনে
.
জানি এবার যেতেই হবে,
ক্লান্ত সবাই। ঘুমালে সবে।
শেষ বিপ্লবে
ভেসে আসে বেদনার ডাক।
হঠাৎই জীবন তছনছ ঝড়ে,
জমি দিও তোমার কবরে —
আফিমের ঘোরে
ধীরে ধীরে বাড়ে সন্তাপ...
সাজিয়ে দিয়েছি তোমায় বর্ণে,
চোখ মেললেই, জ্বর নেই —
একদিন থামবেই
তুমিও সেদিন রাখবে হাত হাতে।
সন্তাপে পুড়ছে তাই প্রণয় —
রোজ চলে ভালো থাকার অভিনয়
শখ নয়
বালিশ ভেজানো, প্রতি রাতে...
লোকে ভাবে পলাতক ক্ষত,
সবই যাচ্ছে দূরে ক্রমাগত।
হৃদয়ে ক্ষত
পোড়ার খবর কেউ রাখেনা মনে।
অবয়বের সংখ্যা বাড়ে ভোরে
তাই গান গাই বিষাদী সুরে —
যাচ্ছো দূরে
পুড়ছি তাই। তোমার দহনে...
No comments:
Post a Comment