Tuesday, March 28, 2023

নন্দিতা দাস চৌধুরী

প্রতীক্ষার চিহ্ন 
.

খসে পড়া সম্পর্ক নদী হতে শিখিয়েছে,
অপেক্ষার প্রহরগুলো একাই গুমরে কাঁদে,

আজীবন শূন্যতা নিয়ে সন্ন্যাসী বিকেলকে বুকে আগলে রেখেই 
কন্টক পথ হাঁটা,

কত বসন্ত বর্ষা চলে যায় পাশ কেটে,
নক্ষত্র মাখা রাতের গন্ধ মেখে যায় কত কাল,
কখনো পেঁচার ডাকে ঘুম ভাঙে, 
একফালি চাঁদ বসে থাকে বারান্দায়, 

এ যেন দেবত্বের প্রতিভূ স্থাপন, 
নিয়মের স্রোত তো গড়ায় প্রতিক্ষণ,

শর্তহীন জড়িয়ে থাকা সে তো আদ্যোপান্ত ভগ্নাংশের সাথে,
স্মৃতির দাওয়ায় পড়ে থাকে এক প্রতীক্ষার চিহ্ন।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...