গত্যন্তর নাই
.
এত গ্রামার মেনে হবেটা কী?
এই যে কোকিল গাইছে
ও কী গ্রামার বুঝে...
ও কী শুদ্ধ স্বর কোমল স্বর বোঝে?
অথচ ওর কুহুতানে কত তপ্ত হৃদয়ের জ্বালা সরে যায় কবির কবিতা সৃষ্টির প্রেরণা
ওই যে কাল চুল মুন্ডুতে
আাড়ালে সাদাকে অস্বীকার করতে পারবে?
কোনও দুরভিসন্ধি নেই, অকপটে বলতে পারবে?
গলা সপ্তমে চড়িয়ে লতা মুঙেশকর, কিশোর কুমার হতে চেয়েছ, অস্বীকার করতে পারবে?
মানুষ ভাবে এক, ভগবান করেন আরেক
সরল সাদাটে থাকতে চেয়েছ
তবু্ও আদালতের দ্বারস্থ হয়েছ
সত্যি জেনেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছ
ভগবানের আরাধনায় মগ্ন হতে চেয়েছ হয়ত
শতাধিক কারণে শতবার তা ভন্ডুল হয়েছে
শতাধিক কারনে স্বপ্ন দেখা বন্ধ হয়েছে
জীবন-মৃত্যুর দোটানায় সদিচ্ছার অকাল মৃত্যু হয়েছে
জীবনের চৌমুহনীতে এসে সিদ্ধান্তে দিশেহারা
গত্যন্তর নাই সব মেনে নেওয়া ছাড়া।।
No comments:
Post a Comment