Tuesday, March 28, 2023

সুস্মিতা দেবনাথ

নারী ও নদী
.

রোজ রাতে মেয়েটির ঘুম ভেঙে যায়
কান পেতে কারো কান্নার শব্দ শুনে 
উঠে দাঁড়ায় অলিন্দে ,
না কাউকেই দেখতে পায় না...

ফিরে আসে ,
দেখে বিছানার পাশ দিয়ে 
কল কল শব্দে বয়ে যাচ্ছে নদী।

তাতে ডুব সাঁতার কাটছে 
হৃদয়ের জমাট কোলাহল
এক অদ্ভুত শূন্যতায়।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...