Tuesday, March 28, 2023

উর্মি সাহা

জাদু-বাস্তব

আমার তালিকায় মুখ চেনা মেয়েগুলো অবহেলায় অনাদরে ভুগছে।
বিশেষ বিষের পেয়ালা চাইছে,
অনাহারে অভদ্রতায় জড়িয়ে নিয়েছে নিজের মনকে।
ভালোবাসায় ভালবেসে ছুরাঘাত দিচ্ছে, নয়তো নিচ্ছে।
নেতা মন্ত্রী আমলা দের মত এরা ভবিষ্যত বাণী জানে না,
কিন্তু; এরা ভালো খারাপের পার্থক্য বুঝে গেছে!
এরা বুঝে গেছে-
চারিদিকে শুধু ম্যাজিক রিয়ালিজম।
তাই মেয়ে গুলো জানে, চৌমাথায় তাদের আরশোলার মত থেতলে লাথি মেরে ফেলবে সবাই।
তাই মা'কে বলে এসেছে ফিরতি পথে-
প্রাণ থাকতেও পারে
নাও থাকতে পারে। 
                                                          

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...