শিশু
.
একটা শিশুর মুখ
শান্ত ধ্যানমগ্ন বুদ্ধ,
একটা শিশুর কান্না
সূর্য্যের শক্তিতে ভরপুর,
একটা শিশুর পেলব স্পর্শ
শিরায় শিরায় অনাবিল অনুভূতির স্রোত,
একটা শিশুর মিটিমিটি দৃষ্টি
হাজারো প্রশ্নের ছড়াছড়ি,
একটা শিশুর হাসি ভালোবাসার অমোঘ ব্যাপ্তি,
একটা শিশু আগামীর পথিক।
No comments:
Post a Comment