শীর্ণকায় সংসার
.
অনাহারের দিন ঘামের দরে বিক্রি হচ্ছে।
রাত্রির গমগম বিলাস ছেড়ে সকাল
কারোর ঠোঁটে বাঁচবার দীর্ঘ আবদার,
অবশ টেবিলে যন্ত্রণা বসে আছে চুপচাপ ,
পরিচারিকা ধার নিয়েছিল
ঘুম ফুটো হয়ে যাওয়া সংসার জোড়া দিতে;
দেখতে পেলাম শিখাদির চোখে
সংসার সুখ খেলছে
উপন্যাস প্রকাশিত হবে
যে বেলায় শিশুরা পড়ছে রোদ,
তুমুল প্রেক্ষাপট টেনে
ধার নেওয়া টাকা ফেরত চেয়েছি,
প্রকাশিতব্য উপন্যাসের কল্পনা ছিঁড়ে আমি অপলক তাকিয়ে
শিখাদির চোখ থেকে
ফাগুনের পাতার মতো
সংসার ঝুরঝুরে পড়ছে।।
No comments:
Post a Comment