Tuesday, March 28, 2023

মিঠুন রায়

কল্পদ্রুম
.
তোমার সচেতন চোখে পড়ে আছে নগ্নতার ছায়া।
ছায়া মাড়িয়েই সুবিধাবাদীরা স্বপ্ন দেখে মায়াবী সিংহাসনের।
দিন বদলের অভিনয় অবশেষে থমকে দাঁড়ায়।      কথা ও কবিতার  গ্লানি
আগামীর রাত নিশ্চিহ্ন করে দেয়  দুঃস্বপ্নের কল্পদ্রুমকে।
সুযোগ বুঝে সুবিধাবাদীরা  লুট করে আমার সর্বস্ব...

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...