চলে গেছেন লিটল ম্যাগাজিনের প্রাণপুরুষ, কঠিন জীবনের প্রহরী সন্দীপ দত্ত। তাঁর স্মৃতির প্রতি শুধুই শ্রদ্ধা। দেখানো পথেই আমাদের সম্পাদকীয় যাত্রা। এ ক্ষতি বড় ক্ষতি। রাজ্যের কবি চন্দ্রকান্ত মুড়াসিং চলে গেলেন অকস্মাৎ। দুদিক সামলে উঠা বড়ই কঠিন। এ মতাবস্থায় আগরতলা বইমেলা। স্মরণের মঞ্চ মূলত। স্মরণ করি। বিনম্র শ্রদ্ধা।
জয় দেবনাথ
সম্পাদক
মনন স্রোত
No comments:
Post a Comment