Tuesday, March 28, 2023

চন্দন পাল

চৈত্র 
.
কাঠ ফাটা রোদের শ্বাসে মাঠঘাট যেন পিপাসায় মরে।  
বছর দেনায় শূণ্য গোলা, ঘর নিল কালবৈশাখী ঝরে।

ঢাকী ফিরা গাঁজন, হালখাতা, সন্ধিতে নববর্ষ বর্ষ অন্ত।
বাসন্তী পূজা সুদিন বোধন, অভাবেও যেন টুকরো বসন্ত।

পাড়ায় পাড়ায় চড়ক মেলা  কসরতে গাঁথে বড়শি পিঠে 
রিডেকশান আর চৈত্র সেল  উপচে পড়ে গড়ের মাঠে।

আলু তরমুজ মটর চরে, আমকুশি সাজনা ডালে ডালে, 
ঘরদোর মুছে ক্রান্তিকালে লাড়ু চিড়া দই সাজায় থালে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...