Monday, September 27, 2021

সম্পাদকীয়

আন্তরিক ব্যাকুলতা ছাড়া আমাদের কোনো বিশেষত্ব নেই!

ভারতবর্ষ ভক্তির দেশ। বিনম্রতা এ ভূখন্ডের অলংকার। গুরু শিষ্যের পরম্পরার সংস্কৃতির দেশে সেপ্টেম্বর এক উদযাপনের মাস। গুরু স্মরণের মাস। দিশারীদের শ্রদ্ধা জানানোর এক উল্লেখযোগ্য সময়। এ মাসে মনন স্রোতে লিখেছেন গুরু স্মরণের কথা। জীবনের কথা। অভিজ্ঞতার শব্দ। জীবন বিছিয়ে লিখেছেন কবিতা, কবিরা। সকলকে আমি কৃতজ্ঞতা জানাই। পাঠক মহলের কাছে আমি নিমন্ত্রণ জানাই সংখ্যাটি পাঠ করার জন্য।


শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
ভারপ্রাপ্ত সম্পাদক
মনন স্রোত

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...