Monday, September 27, 2021

অতনু রায় চৌধুরী

ধুলো মাখা জীবন

পথের মাঝে বসে থাকা জীবন 
আমার মতই কোনো একজন।
ধুলো মেখে শুয়ে থাকে, 
বড়ই অদ্ভুত এই যাপন।

হারিয়ে যায় হেরে যাওয়ার ভয়, 
লেগে থাকে এক টুকরো কাপড়।
আকাশ কাঁপে বিদ্যুৎ এর ডাকে 
তবুও পথের মাঝেই বসে থাকে জীবন।

বেলাশেষে ভালোবেসে আসে না কেউ কাছে,
চোখের সাথে চোখ আকটে গেলে হাজারো প্রশ্ন জাগে।
তবু আরও একটি গভীর রাত
এই দৃশ্যের সাক্ষী থাকে।

ধুলো মাখা জীবন শুয়ে থাকে, 
মাঝপথে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...