Monday, September 27, 2021

অমিত রুদ্র পাল

গর্ভপাত
             
ভোরের গর্ভ ফুটে সবেমাত্র 
জন্ম সদোজাত স্বল্প প্রাণের ।
সবুজের গন্ধ দেহ কোষে মেখে 
কচিকচি হাতে পায়ে চোখের 
আঙ্গিনা কুসুম তুলছে, হাঁটছে,
দৌড়ুচ্ছে ওরা 
শুধুমাত্র একটু পূর্বের উষ্ণতা ও 
সন্ধ্যার তারার স্পর্শ পাবে বলে
মুখে ঠোঁটে স্যাঁতসেঁতে হাসির 
স্তব্ধতা গেঁথে লাঙল নিয়ে 
বিন্দু বিন্দু রক্ত বপন করছে 
প্রাণগুলো।
ভোরের গর্ভ ফুটে সবেমাত্র 
জন্ম সদোজাত স্বল্প প্রাণের।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...