যদি কাফন হয়ে ফিরি
কাফন বন্ধি হয়ে আসলে পরিয়ে দিও লাল শাড়ি, কপালে বড় লাল বিন্দি, নাকে নোলক, কানে ঝুমকো দুল, মাথায় তিতলি,কোমরে বিছা, পায়ে আলতা - নূপুর,
দুহাত ভর্তি কাঁচের চুড়ি আর
ছেড়ে দেবে চুল.....
এইভাবেই তো আমায় দূর্গা পূজার চারটি দিনের একটি দিনে দেখার ইচ্ছেটা তোমারই ছিলো।
আমি ঠিক মতো যদি তোমার ইচ্ছেটা পূরন না করতে পারি,
পূজোর আগে যদি কাফন বন্ধি হয়ে ফিরি....
কথা দাও আমাকে
তুমি তোমার মতো করে আমায় সাজিয়ে
প্রথম ও শেষবারের মতো ওইভাবে দেখে নেবে।
No comments:
Post a Comment