অসহিষ্ণু
জ্বলছে আগুন চারদিকে আজ
ভাইয়ে ভাইয়ে খুনোখুনী ,
উন্মাদনায় মত্ত সবাই
ঈর্ষা ক্রোধের জাল বুনি।
কীসের নেশায় করছে এমন
সন্ত্রাস করে কি লাভ বলো,
ধ্বংস হচ্ছে সভ্য সমাজ
থমকে যাচ্ছে আশার আলো।
মরছে মানুষ ক্ষুধার জ্বালায়
কারো মুখে নেইকো হাসি,
হঠাৎ করে দমকা হাওয়ায়
সব কেড়ে নেয় ছুটে আসি।
বাচাঁর জন্য লড়ছে মানুষ
কি লাভ বলো দ্বন্ধ করে,
ক্লান্ত দেহে দিনের শেষে
থাকনা হাসি প্রাণটা ভরে।
শিশুরা সব খোলা মাঠে
প্রাণ খুলে চায় হাসতে,
হিংসার আগুন নিভিয়ে এবার
দাওনা ওদের বাঁচতে ।
মারছে যারা মরছে যারা
নয় তো কেহ ধনীর জাত,
তাঁদের দিয়েই নাড়ছে কাঠি
অদৃশ্য এক কালো হাত।
ভাইয়ে ভাইয়ে দ্বন্ধ ভুলে
নাওনা বুকে আপন করে,
শত্রুর মুখে জামা ঘষে
দেখাও নতুন সমাজ গড়ে।
No comments:
Post a Comment