Monday, September 27, 2021

বর্ষা দে

শিক্ষক

শিক্ষক মানে
জ্ঞানী,গুণী
শিক্ষায় সুমহান।
শিক্ষক মানে 
জ্ঞান দিয়েছে,নাম দিয়েছে,
দিয়েছে হুশ,মান
শিক্ষক মানে শিখিয়েছে
ইংরেজি,বাংলা
নিমিষে গণিতের সমাধান।
শিক্ষক মানে ভালোবেসেছে
শাসন করেছে
তাইতো পাচ্ছি আজ
সুছাত্রীর সন্মান।

শিক্ষক মানে
প্রভুর সমান
দ্বিতীয় পিতা মাতা

শিক্ষক মানে বন্ধুর মতো
রোদ,বৃষ্টির ছাতা।

শিক্ষক মানে মনের কথা
ব্যাক্ত করার ডাইরি
শিক্ষক মানে তুমরা আছো বলেই আমি আছি, গড়ছি স্বপ্নের সিঁড়ি।

শিক্ষক মানে আমার ভালোবাসা
শিক্ষক আমার সন্মান
শিক্ষক তুমি ভালো থেকো
নিও আমার শত কোটি প্রণাম।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...