Monday, September 27, 2021

দিপিকা রায়

নিরব প্রেম


হঠাৎ থমকে যাওয়া পা দুটি
উপচে পড়া ভিড়ে, 
ফিরে যাওয়ার একাগ্ৰতা খোঁজে। 
পথের ফুলকি গুলো
হৃদয়ে বিঁধে দেওয়ার, 
বাহানা সাজায়।
পেছনে ফিরে যাওয়ার লোভ 
হাতছানি দেয়, 
আর সামনের দূরত্ব নতুনভাবে
বাঁচতে শেখায়। 

অতীত, বর্তমানের লড়াইতে
বিষিয়ে যাওয়া প্রেম গুলো আজ, 
স্ট্যান্ডার্ডের দাড়িপাল্লা বহন করে। 
প্রেমের সিলমোহরে হৃদয় ভাঙার ছাপ, 
প্রস্ফুটিত হয় বিভিন্ন রং তুলি দিয়ে। 
কত ইতিহাসের স্বপ্ন সাজায়
টুকরো হয়ে যাওয়া হৃদয় কান্না দিয়ে। 

হাজারো অভিযোগে বেড়ে উঠা পা দুটি, 
নিরবতা কে আলিঙ্গন করে। 
পিছু টানের মায়ায় উন্মাদিত করে, 
আবছা দূরত্বে হঠাৎ বিলীন হয়ে যায়।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...