Monday, September 27, 2021

বিনয় শীল

আরশী

এখানে বসেছি আমি-
তোমার ঘরে ,
তোমারি অন্তর তুমি
দেখিবার তরে ।

অন্তরেতে দেখো যদি
অমানবিক কিছু,
যা তোমাক তাড়া করছে
নিচতার পিছু ।

সমূলে উৎপাটন 
করো দেখি তারে,
নির্মল প্রতিবিম্বে
ফুটাও আপনারে ।

স্বীয় প্রতিবিম্ব দেখো
কথা মোর হেন,
নিজেরে দেখেছো তুমি
বলতে পারো যেন ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...