আরশী
এখানে বসেছি আমি-
তোমার ঘরে ,
তোমারি অন্তর তুমি
দেখিবার তরে ।
অন্তরেতে দেখো যদি
অমানবিক কিছু,
যা তোমাক তাড়া করছে
নিচতার পিছু ।
সমূলে উৎপাটন
করো দেখি তারে,
নির্মল প্রতিবিম্বে
ফুটাও আপনারে ।
স্বীয় প্রতিবিম্ব দেখো
কথা মোর হেন,
নিজেরে দেখেছো তুমি
বলতে পারো যেন ।
No comments:
Post a Comment