Monday, September 27, 2021

বিনয় শীল

আরশী

এখানে বসেছি আমি-
তোমার ঘরে ,
তোমারি অন্তর তুমি
দেখিবার তরে ।

অন্তরেতে দেখো যদি
অমানবিক কিছু,
যা তোমাক তাড়া করছে
নিচতার পিছু ।

সমূলে উৎপাটন 
করো দেখি তারে,
নির্মল প্রতিবিম্বে
ফুটাও আপনারে ।

স্বীয় প্রতিবিম্ব দেখো
কথা মোর হেন,
নিজেরে দেখেছো তুমি
বলতে পারো যেন ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...