অবহেলা
শব্দেরা আঁকিবুকি কাটে
ছেঁড়া ডাইরির পাতায়,
অনেক ভাষা হারিয়ে যায় নিঃশব্দে কিছু অভিমানে
জমা প্রশ্রয়ে।
কখনো ইচ্ছে করে কবিতায় তোমাকে আঁকি,
ভালবাসার প্রতি ছবি।
কিন্তু,সেই ছবি অনর্গল ব্যাথিত করে হৃদয়ে।
তবুও এই মন ভীষণভাবে ভালোবাসে তোমাকে।
তোমার অবহেলার মধ্যেও খুঁজে নেই তোমার আনমনা
তোমার টগবগ করে ফুটে উঠা
বারন্ত বয়সের দুষ্টামি ঘেরা অবুঝ ভালোবাসা কে।
আটকে থাকে সেই ভালোবাসায়।
কখনো ইচ্ছে করে তোমাকে
আলতো করে ছুঁতে চাই।
না; স্পর্শের ভালোবাসা আমাকে আকৃষ্ট করে না
আমাকে আকৃষ্ট করে দূর হতে অপলক দৃষ্টিতে তোমার দুটি চোখ।
আমি তোমাকে স্পর্শ করে
জানতে চাই
কতখানি গভীরতা এই অবহেলায়।
No comments:
Post a Comment