Monday, September 27, 2021

লিটন শব্দকর

টাইমলাইন
 
অগুনতি রাত ছিলো যখন শুধু সলতের আলো 
বাতাসে আজন্ম ছেলেমানুষী জমা রাখা ছিলো।
যদিও কখনো বিরাগের ঘর ভুলে আতিথ্য গ্রহণ 
ওয়াইফাই চেনে নি ছিলো যারা স্বজন পরিজন,
মাটিতে মেশার খেলাটা জিতেই চলে গেছে কবে
তীর্থরা কি আর গাছের মতো এমনতর জন্ম পাবে!
জন্মের পর থেকে তো মাটির কাছেই কিছু শেখা,
দোলঘড়িটা দুলে দুলে সম্বিত ভোলায় সময়রেখা।
যুগে যুগে ডাকতে চেয়েছে আকাশের নীল প্রশ্রয়,
তেমনি দুপুরে গাছের ছায়ায় বেড়ে উঠুক আশ্রয়। 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...