বহু বছর ধরিয়া
করিয়াছিনু তব সাধনা।
দিবস রজনী করেছিনু ধ্যান।
মম মমে্ গেঁথেছিনু পুষ্পমাল্য-
তব গলে দিবা লাগি।
খুঁজেছিনু তোকে হাজার ভীড় মাঝে,
শতকোটি নক্ষত্র তারার মেলাতে।
শহরের রাজপথে,অলিতে,গলিতে।
মেলেনি কোথাও হদিশ তব।
কাটিয়েছিনু কত দিবস রজনী
তব লাগি পথপানে চেয়ে।
অবশেষে পেলাম দেখা তোর
সমস্ত অপেক্ষার অবসানে।
No comments:
Post a Comment