Monday, September 27, 2021

গঙ্গা সাহা

সাধনা

বহু বছর ধরিয়া
করিয়াছিনু তব সাধনা।
দিবস রজনী করেছিনু ধ্যান।
মম মমে্‍ গেঁথেছিনু পুষ্পমাল্য-
তব গলে দিবা লাগি। 
খুঁজেছিনু তোকে হাজার ভীড় মাঝে,
শতকোটি নক্ষত্র তারার মেলাতে।
শহরের রাজপথে,‌অলিতে,গলিতে।
মেলেনি কোথাও হদিশ তব।
কাটিয়েছিনু কত দিবস রজনী
তব লাগি পথপানে চেয়ে।
অবশেষে পেলাম দেখা তোর
সমস্ত অপেক্ষার অবসানে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...