বিদায় বার্তা
আমি যখন যাবো হারিয়েপৃ
থিবীকে বিদায় জানিয়ে
তখন আমার স্মৃতি গুলো
থাকবে কি তোর হৃদয় মাঝে?
জানি আমায়, কেউ বোঝবেনা
এ দুনিয়ায় তুই বিহনে
যখন আমি আর থাকবনা
কাঁদবি কি তুই দুনয়নে?
আমায় নিয়ে, ভাবিসনে তুই
আমার বিদায়, বেলা নিয়ে
সকল কথা বলে যাব
"স্মৃতির পাতা" গ্রন্থ করে।
সেই গ্রন্থখানি, রাখিসরে তুই
আপন মনে, হৃদমাঝারে
সদা সর্বদা, ভাবিস তখন
আছি সর্বদা, তোর সঙ্গেতে।
জীবনের যত, ভুল গুলো মুই
করছি আমি, তোরই সনে
মার্জনা, করে দিস আমায়
পরিবারের একজন মনে করে।
No comments:
Post a Comment