Monday, September 27, 2021

আলমগীর কবীর

বিদায় বার্তা

আমি যখন যাবো হারিয়েপৃ

থিবীকে বিদায় জানিয়ে

তখন আমার স্মৃতি গুলো

থাকবে কি তোর হৃদয় মাঝে?


জানি আমায়, কেউ বোঝবেনা

এ দুনিয়ায় তুই বিহনে

যখন আমি আর থাকবনা

কাঁদবি কি তুই দুনয়নে?


আমায় নিয়ে, ভাবিসনে তুই

আমার বিদায়, বেলা নিয়ে

সকল কথা বলে যাব

"স্মৃতির পাতা" গ্রন্থ করে।


সেই গ্রন্থখানি, রাখিসরে তুই

আপন মনে, হৃদমাঝারে

সদা সর্বদা, ভাবিস তখন

আছি সর্বদা, তোর সঙ্গেতে।


জীবনের যত, ভুল গুলো মুই

করছি আমি, তোরই সনে

মার্জনা, করে দিস আমায়

পরিবারের একজন মনে করে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...