Monday, September 27, 2021

সৃজিতা নন্দী

অভিশাপ

ঘরের দরজা টা আলগা
বাজছে অভিশপ্ত তানপুরা। 

ধূলোমাখা কিছু শূণ্য ক্যানভাস
তুমি চাইলে ছবি এঁকে দিতে পারো! 
হাহাকার করে বুকের ভেতর
অন্ধকার ঘিরে ধরেছে নিস্তব্ধতার স্বর... 
সব কথা বলার প্রয়োজন হয় না
রক্তের রং লাল ই হয় চিরকাল। 

লাশের শরীর স্পর্শে ভয় পাবে
আমার কোনও অভিযোগ নেই খুনির কাছে... 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...