Monday, September 27, 2021

সৃজিতা নন্দী

অভিশাপ

ঘরের দরজা টা আলগা
বাজছে অভিশপ্ত তানপুরা। 

ধূলোমাখা কিছু শূণ্য ক্যানভাস
তুমি চাইলে ছবি এঁকে দিতে পারো! 
হাহাকার করে বুকের ভেতর
অন্ধকার ঘিরে ধরেছে নিস্তব্ধতার স্বর... 
সব কথা বলার প্রয়োজন হয় না
রক্তের রং লাল ই হয় চিরকাল। 

লাশের শরীর স্পর্শে ভয় পাবে
আমার কোনও অভিযোগ নেই খুনির কাছে... 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...