আকর্ষ"
দাঁড়াও এসে লাইন শেষে
পূর্নচ্ছেদ পাশে
মনের ভাবে ছেদ খুঁজে যাও
এক নিঃশ্বাসে।
ছদ্মবেশেই ঘুরছি যে আজ
বাহবা পেতেই বারংবার
ছন্দে তোমায় বিভোর করে
সাবাসি পাবো আরও জোরে।
কারও চোখে সহজ সরল
কেউবা দেখে শুধুই গরল
ভাবনাতে যে সব আসে না
অকস্মাৎ যে তাদের আনাগোনা।
সৃষ্টি সুখের উল্লাসে
মেতেই উঠি পূর্ণ-গ্রাসে
তোমার তৃপ্তি__আনন্দদায়ক
কঠিন পথই পথপ্রদর্শক।
মুখের ভাষায় গল্প খুঁজ
শরীরী ভাবে শিল্প রচি
জ্ঞানপিপাসুর জিজ্ঞাস্য রবে
পর্ব শেষে মুক্তি পাবে।।
কখন যে ঐ প্রাজ্ঞের দৃষ্টিতে
নিক্ষিপ্ত__লেখার রুপের সাজে
চশমার ফাঁকে চোখ রেখে ঐ
বলেই চলেন____সাবাস
'সৃষ্টিরা' সব আলোকিত যে
জাগ্রত সব মুক্তমনের কোণে
পছন্দগুলো যে__ ভেবেই আজ
'কলম' চলেছে বারোমাস।
No comments:
Post a Comment