প্রশ্নে কলম
আমার দেখা স্বপ্নে চলে তরবারি।
কলম শিখায় পুরো ক্ষতের সৃষ্টি,
ক্ষত হয়েছে চিন্তার কেন্দ্র।
মন যে বলে উঠে,
এইসব কি মিথ্যে আকাঙ্খার বৃষ্টি?
কলমের পরিচয় এখন মিথ্যে,
মিথ্যে তার উদ্ভাবন।
শৈশবের মধ্যে এক্ষুনি পথ অবরোধ,
প্রশ্নের গন্ডিতে পরে তো রয়েছেই,
প্রস্ফুটিত সুন্দর যৌবন।
No comments:
Post a Comment