Monday, September 27, 2021

পান্থ দাস

আনন্দ

নতুন দিনের
নতুন বেলায়,
আলোর পরশমণি
গুনছি যে দোলায়,
আশার বাণী
করছে দু-চোখ,
এই বছরই হবে সরতেজ
আবার এই ভূ-লোক ৷

উৎসবে আনন্দে
আর কল্লোলে কাটুক
আবার সবার
মন-প্রান,
হৃদয় গোচরে
বাজবে আবার
সেই খুশির
আনন্দ গান ৷

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...