Monday, September 27, 2021

পান্থ দাস

আনন্দ

নতুন দিনের
নতুন বেলায়,
আলোর পরশমণি
গুনছি যে দোলায়,
আশার বাণী
করছে দু-চোখ,
এই বছরই হবে সরতেজ
আবার এই ভূ-লোক ৷

উৎসবে আনন্দে
আর কল্লোলে কাটুক
আবার সবার
মন-প্রান,
হৃদয় গোচরে
বাজবে আবার
সেই খুশির
আনন্দ গান ৷

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...