Monday, September 27, 2021

পান্থ দাস

আনন্দ

নতুন দিনের
নতুন বেলায়,
আলোর পরশমণি
গুনছি যে দোলায়,
আশার বাণী
করছে দু-চোখ,
এই বছরই হবে সরতেজ
আবার এই ভূ-লোক ৷

উৎসবে আনন্দে
আর কল্লোলে কাটুক
আবার সবার
মন-প্রান,
হৃদয় গোচরে
বাজবে আবার
সেই খুশির
আনন্দ গান ৷

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...