কাশবনের উর্বশী
সময় একটাই,রোদ্র-ছায়ার খেলা
নীলাকাশে সাদা মেঘের শতদল
বানভাসির নেই ভয়
নদীতটে বসে মাঝি,গায় গীত বাউলের।
শান্ত নীড় শিশির ভেজা ঘাস,
গাছে গাছে প্রজাপতির বাহার,
মঞ্জুরীত মকুলে ভ্রমরের কেলি,
সোনালী ফসলে ভরা মাঠ।
অদূরের বালুচরে
ধূসর শ্বেত কাশ বাগিচায়
নামলো বুঝি এক মুক্তকেশী উর্বশী;
কপালে রাঙ্গাটিপ,পড়নে নীল শাড়ি।
কাশবনের রাজকন্যা ,নাম শ্যামলী।
হাওয়ার তালে উড়ন্ত ঝালর,
পঙ্কিল চরণে নাচছে অবিরত
রেখে পদচিহ্ন ধরাধামে।
ঋতুচক্রের বর্ণিল দোলায়
মাতোয়ারা কাশবন।
বস হে শরৎ,স্নিগ্ধতার আবেশে
বিরস নগরজীবনে ,হিমেল আবেগ মেখে।
No comments:
Post a Comment