Monday, September 27, 2021

মিঠু মল্লিক বৈদ‍্য

কাশবনের উর্বশী
    

সময় একটাই,রোদ্র-ছায়ার খেলা
নীলাকাশে  সাদা মেঘের শতদল
বানভাসির নেই ভয়
নদীতটে বসে মাঝি,গায় গীত বাউলের।

শান্ত নীড় শিশির ভেজা ঘাস,
গাছে গাছে প্রজাপতির বাহার,
মঞ্জুরীত মকুলে ভ্রমরের কেলি,
সোনালী ফসলে ভরা মাঠ।

অদূরের বালুচরে
ধূসর শ্বেত কাশ বাগিচায়
নামলো বুঝি এক মুক্তকেশী উর্বশী;
কপালে রাঙ্গাটিপ,পড়নে নীল শাড়ি।

কাশবনের রাজকন‍্যা ,নাম শ‍্যামলী।
হাওয়ার তালে উড়ন্ত ঝালর,
পঙ্কিল চরণে নাচছে অবিরত
রেখে পদচিহ্ন ধরাধামে।

ঋতুচক্রের বর্ণিল দোলায়
মাতোয়ারা কাশবন।
বস হে শরৎ,স্নিগ্ধতার আবেশে
বিরস নগরজীবনে ,হিমেল আবেগ মেখে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...