পাখির স্বপ্ন
যে কত
রকমের পাখি,
সব পাখিকে দেখতে পাই না।
আমাদের এই আঁখি,
বক, টিয়া ময়না তোতা।
আছেনা হরেক রকম পাখি,
আরো আছে অনেক পাখি যাদের।
আমরা এখনো আজনা আমাদের দৃষ্টিতে,
গাছে বসে ডাকে ওরা হাজারো সুরে ।
কেউ ডাকে মধুর সুরে,
কেউ ডাকে বিশৃঙ্খল সুরে।
গাছের ডালে চুপটি করে বসে,
আকাশ রাঙ্গিত হয় হাজার পাখির ছোঁয়াতে ।
মাঠে ঘাটে থেকে আনে তারা ছন পাতা,
গাছে বসে মনের সুখে বানায় তারা তাদের বাসা।
সূর্য মামা উঠার আগেই তারা উঠে,
আমাদের জাগিয়ে তাদের ডাকে।
বাসা থেকে বাহির হয় মাঠে ঘাটে,
খাবারের আশায়।।
No comments:
Post a Comment