কঙ্কালসম তনু তার অনাহার অনিদ্রা একমাত্র সঙ্গী।
মনে বড় আশা নতুন জামা পড়বে পূজা আসছে।
গায়ের ছেঁড়া জামা,ব্যস্ত রেল স্টেশন তার হাতের পাঁচ।
মায়া ভরা চোখ,ক্ষুধার্ত কন্ঠে মাথা নত করে বারবার বলে;
একটু সাহায্য চাই নতুন জামা কিনব পূজা আসছে।
চির অমর রবে . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। অনেকে গিয়েছে সেদিন কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...
No comments:
Post a Comment