কঙ্কালসম তনু তার অনাহার অনিদ্রা একমাত্র সঙ্গী।
মনে বড় আশা নতুন জামা পড়বে পূজা আসছে।
গায়ের ছেঁড়া জামা,ব্যস্ত রেল স্টেশন তার হাতের পাঁচ।
মায়া ভরা চোখ,ক্ষুধার্ত কন্ঠে মাথা নত করে বারবার বলে;
একটু সাহায্য চাই নতুন জামা কিনব পূজা আসছে।
সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...
No comments:
Post a Comment