Monday, September 27, 2021
সম্পাদকীয়
বাবলু মণ্ডল
দাঁড়াও এসে লাইন শেষে
পূর্নচ্ছেদ পাশে
মনের ভাবে ছেদ খুঁজে যাও
এক নিঃশ্বাসে।
ছদ্মবেশেই ঘুরছি যে আজ
বাহবা পেতেই বারংবার
ছন্দে তোমায় বিভোর করে
সাবাসি পাবো আরও জোরে।
কারও চোখে সহজ সরল
কেউবা দেখে শুধুই গরল
ভাবনাতে যে সব আসে না
অকস্মাৎ যে তাদের আনাগোনা।
সৃষ্টি সুখের উল্লাসে
মেতেই উঠি পূর্ণ-গ্রাসে
তোমার তৃপ্তি__আনন্দদায়ক
কঠিন পথই পথপ্রদর্শক।
মুখের ভাষায় গল্প খুঁজ
শরীরী ভাবে শিল্প রচি
জ্ঞানপিপাসুর জিজ্ঞাস্য রবে
পর্ব শেষে মুক্তি পাবে।।
কখন যে ঐ প্রাজ্ঞের দৃষ্টিতে
নিক্ষিপ্ত__লেখার রুপের সাজে
চশমার ফাঁকে চোখ রেখে ঐ
বলেই চলেন____সাবাস
'সৃষ্টিরা' সব আলোকিত যে
জাগ্রত সব মুক্তমনের কোণে
পছন্দগুলো যে__ ভেবেই আজ
'কলম' চলেছে বারোমাস।
অমিত রুদ্র পাল
গৌতম দাস
কঙ্কালসম তনু তার অনাহার অনিদ্রা একমাত্র সঙ্গী।
মনে বড় আশা নতুন জামা পড়বে পূজা আসছে।
গায়ের ছেঁড়া জামা,ব্যস্ত রেল স্টেশন তার হাতের পাঁচ।
মায়া ভরা চোখ,ক্ষুধার্ত কন্ঠে মাথা নত করে বারবার বলে;
একটু সাহায্য চাই নতুন জামা কিনব পূজা আসছে।
পূজা মজুমদার
যদি কাফন হয়ে ফিরি
কাফন বন্ধি হয়ে আসলে পরিয়ে দিও লাল শাড়ি, কপালে বড় লাল বিন্দি, নাকে নোলক, কানে ঝুমকো দুল, মাথায় তিতলি,কোমরে বিছা, পায়ে আলতা - নূপুর,
দুহাত ভর্তি কাঁচের চুড়ি আর
ছেড়ে দেবে চুল.....
এইভাবেই তো আমায় দূর্গা পূজার চারটি দিনের একটি দিনে দেখার ইচ্ছেটা তোমারই ছিলো।
আমি ঠিক মতো যদি তোমার ইচ্ছেটা পূরন না করতে পারি,
পূজোর আগে যদি কাফন বন্ধি হয়ে ফিরি....
কথা দাও আমাকে
তুমি তোমার মতো করে আমায় সাজিয়ে
প্রথম ও শেষবারের মতো ওইভাবে দেখে নেবে।
অমর দেব
পান্থ দাস
প্রীতম শীল
দিপিকা রায়
সংগীত শীল
বর্ষা দে
সৃজিতা নন্দী
মিঠু মল্লিক বৈদ্য
সম্রাট শীল
সজীব কুমার পাল
গৌতম মজুমদার
বিনয় শীল
দুলাল চক্রবর্তী
অতনু রায় চৌধুরী
লিটন শব্দকর
অভিজিৎ রায়
কৃষান নম:
পায়েল সাহা
আলমগীর কবীর
বিদায় বার্তা
আমি যখন যাবো হারিয়েপৃ
থিবীকে বিদায় জানিয়ে
তখন আমার স্মৃতি গুলো
থাকবে কি তোর হৃদয় মাঝে?
জানি আমায়, কেউ বোঝবেনা
এ দুনিয়ায় তুই বিহনে
যখন আমি আর থাকবনা
কাঁদবি কি তুই দুনয়নে?
আমায় নিয়ে, ভাবিসনে তুই
আমার বিদায়, বেলা নিয়ে
সকল কথা বলে যাব
"স্মৃতির পাতা" গ্রন্থ করে।
সেই গ্রন্থখানি, রাখিসরে তুই
আপন মনে, হৃদমাঝারে
সদা সর্বদা, ভাবিস তখন
আছি সর্বদা, তোর সঙ্গেতে।
জীবনের যত, ভুল গুলো মুই
করছি আমি, তোরই সনে
মার্জনা, করে দিস আমায়
পরিবারের একজন মনে করে।
গঙ্গা সাহা
দেবব্রত চক্রবর্তী
উর্মি সাহা
মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...
-
আজ আশ্বিনের শেষ কার্তিকের শুরু এই দিনটা বিশেষ ভাবে বিশেষ, বাংলার এ প্রান্ত থেকে ঐ প্রান্তে। জানি না বাংলার বাইরেও এইভাবে বিশেষ হয়ে উঠেছে কিন...
-
মূক ফেনীর মুখর পাঁচালি একটি বহুল প্রচারিত বাংলা প্রবাদ ‘ভাগের মা গঙ্গা পায়না’ ৷ প্রবাদটির মধ্য দিয়ে মায়ের অসহায়ত্বের যন্ত্রণাটিই ব্যক্ত হয়ে...