Wednesday, May 19, 2021

বিধর্না মজুমদার

এক নাম ত্রিপুরা

আমি সুন্দর, 
১৯৭১ শালের পূর্ণরাজ্য
ছোট্টো কিন্তু পাহাড়িয়া! 
ঊনত্রিশের ভীড়ে 
আমি এক ও অদ্বিতীয়। 
জাতের বেড়াজাল নেই, 
কিন্তু উপজাতির সাথে
জাতির মেল পরিলক্ষিত, 
আমার নিকট শ্রেষ্ঠ আমি।।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...