Wednesday, May 19, 2021

সুপর্না কর

আমার রবিঠাকুর

যাঁর সাহিত্যের আলোয়‌ আলোকিত আজ গোটা বিশ্ব।
তুমিই সেই রবি।

যাঁর কবিতা পাঠ করে আবালবৃদ্ধবনিতা সবাই মন্ত্রমুগ্ধ।
তুমিই সেই বিশ্বকবি।

তুমিই সেই রবিঠাকুর,
যাঁর হাতের ছোঁয়ায় হয়েছিল জাতীয় সঙ্গীতের শুরু।

যাঁর রচিত "গীতাঞ্জলি" এবং "জীবন স্মৃতি" আজ‌ও চিরস্মরণীয়;
তুমিই সেই কবিগুরু।

তুমিই সেই কিংবদন্তি লেখক
যাঁর লেখা "ছুটি" গল্পের মতো কতিপয় গল্প সকলের চোখে জল এনে দিত‌।

তুমিই সেই ভারতভাস্কর, নোবেল বিজয়ী
যাঁর লেখা সঙ্গীত আজ‌ও শুনে গোটা জগৎ।

শৈশব থেকেই কত কত গল্প, কবিতা, উপন্যাস; 
লিখেছো তুমি হে কবিগুরু।

তোমাকে অনুসরণ করেই আজ
আমার‌ও লেখার জগতে পথচলা শুরু।

তুমিই আমার সেই রবিঠাকুর,
২৫ শে বৈশাখ সমস্ত বাঙালি মিলিত হবে যাঁর স্মরণে।

হে কিংবদন্তি বিশ্বকবি
জন্মদিনে আমিও শ্রদ্ধাঞ্জলি জানাই তোমার ঐ চরণে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...