মননস্রোত
তোমার সাথে পরিচয় মোর সবেমাত্র।
তবু যেন আভাস পেলাম তুমিই আমার সূত্র।।
তুমার সূত্র ধরে আমি লিখিতে বসিলাম।
মননস্রোত পরিবার তোমায় জানাই শত প্রণাম ।।
মননস্রোতের মননে আমি শান্তি খুঁজে পাই।
নির্দ্ধিধায় তোমার সাথে চলতে যে আমি চাই।।
তোমার এই পরিবার কবিত্বরসে ভরা।
কত প্রাণ কতা নাম দিয়েছে তোমায় ধরা।।
কত লেখক,কত উপন্যাসিক,কত কবিবৃন্দ ।
সবাই সবার দক্ষতায় পাচ্ছে মন ভরা আনন্দ।।
মনের কুটিরে তোমায় রাখবো করে আমার।
চারিদিকে যেন ছড়িয়ে পরে তোমার বাহার ।।
No comments:
Post a Comment