Wednesday, May 19, 2021

অর্ধেন্দু ভৌমিক

বৈশাখী রবি

রঙমেলা কৃষ্ণচূড়া জারুল  বয়ঃসন্ধি আম্রপালি হাসে,
বৈশাখ এসে গেছে গ্রীষ্মের  আকাশে বাতাসে। 
শান্ত মুহুরী
উঁকিমারা বালি,  বয়ে চলা  জীবন
বৈশাখীধারা পারে না সাজাতে  বুকভরা যৌবন। 

একশতষাট বর্ষ আগে জননী সারদার কোলে,
আজও বিচরণ রসস্বাদ জুড়ে বাঙালীর মননে। 
জাতি স্মরে সংগীতে বিদ্যার্থীর  বিদ্যাঙ্গনে,  
ধন্য তব শুভজন্ম দিন, প্লাবিত প্রণাম চরণে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...