Wednesday, May 19, 2021

জয়িতা দে

কবিপ্রণাম
                 
তোমার নামের খ্যাতি, ছড়িয়ে আছে বিশ্বজুড়ে।
চিরদিন থাকবে তুমি অমর হয়ে মোদের হৃদয়জুড়ে।।
তুমি মোদের আদর্শ, তুমি মোদের গুরু।
তাই তো মোরা সবাই জানি তুমি কবিগুরু।।
তোমার লেখা মোদের জোগায় সাহস আর বল।
তাই তো মোরা কোনো কাজে আর পাই না ভয়।।
তোমার গান মোদের প্রাণ করে উজ্জীবিত।
তাই মোরা গেয়ে যাই জীবনের জয়গান হয়ে পুলকিত।।
পঁচিশে বৈশাখের পুণ্যদিনে,তোমায় করি স্মরণ।
তুমি মোদের বরণীয়, পূজনীয় সবার আপনজন।।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...