Wednesday, May 19, 2021

জয়িতা দে

কবিপ্রণাম
                 
তোমার নামের খ্যাতি, ছড়িয়ে আছে বিশ্বজুড়ে।
চিরদিন থাকবে তুমি অমর হয়ে মোদের হৃদয়জুড়ে।।
তুমি মোদের আদর্শ, তুমি মোদের গুরু।
তাই তো মোরা সবাই জানি তুমি কবিগুরু।।
তোমার লেখা মোদের জোগায় সাহস আর বল।
তাই তো মোরা কোনো কাজে আর পাই না ভয়।।
তোমার গান মোদের প্রাণ করে উজ্জীবিত।
তাই মোরা গেয়ে যাই জীবনের জয়গান হয়ে পুলকিত।।
পঁচিশে বৈশাখের পুণ্যদিনে,তোমায় করি স্মরণ।
তুমি মোদের বরণীয়, পূজনীয় সবার আপনজন।।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...