Wednesday, May 19, 2021

সম্পাদকীয়

দেশ এবং পরিস্থিতি আমাদের যা দেয়, তাকে প্রসাদ ভেবে চলে যাওয়া পথে জীবন থাকে হয়তো, বেঁচে থাকা ভিন্ন জিনিস। কবি রাহুল শীলেরা মাঝে মাঝে বেঁচে থাকার কবিতা লিখেন যৌবনীয় অনুভূতিকে। মাঝে মাঝে আমাদের পুরাতন বসতভিটের কথা মনে পড়ে। যার ফিরে আসার কথা সন্ধ্যায়, সে চলে যায় দুপুরে। এ বড় দুঃসময়ের কার্যপ্রচেষ্টা। 

মনন স্রোতের আত্মপ্রকাশের মাস মে মাস। এ মাস শ্রমিকেরও। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম ও বাংলাদেশ থেকে আমাদের শব্দবন্ধুরা শ্রম দিয়ে মনন স্রোতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা তাঁদের অভিনন্দিত করি।

শুভেচ্ছা ও শ্রদ্ধাসহ
 জয় দেবনাথ
    সম্পাদক
মনন স্রোত, ত্রিপুরা

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...