Wednesday, May 19, 2021

সঞ্জয় দত্ত

আমার ছোট্টবেলা
          
আমি খুব ছোট ছিলাম,
তখন আমাকে কেউ চিনতো না!

কিছু সময়ের জন্য আমি নিঃস্ব,
এই নিঃসঙ্গতা আমায় ভাবায়!

আমার চোখের ঘুম নেই!
আমি চিন্তিত ছিলাম খুব।

এই চিন্তা ভাবনার মধ্যে
ধীরে ধীরে বড়ো হতে লাগলাম।

আমাকে চিনতে পারছে অনেকেই,
সাথে আমিও।

সেই ছোট পরিবারটা আর নেই,
অনেক বড়ো হয়েছে এখন।

দেশ বিদেশে এখন আমার অনেক বন্ধু,
ভালোবাসায় যেন বুক ভরে গেছে।

আমাকে নিয়ে কতো স্বপ্ন দেখছে!
সেই স্বপ্নের পূর্ণতা দিতে ব্যস্ত আমি।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...