Wednesday, May 19, 2021

সঞ্জয় দত্ত

আমার ছোট্টবেলা
          
আমি খুব ছোট ছিলাম,
তখন আমাকে কেউ চিনতো না!

কিছু সময়ের জন্য আমি নিঃস্ব,
এই নিঃসঙ্গতা আমায় ভাবায়!

আমার চোখের ঘুম নেই!
আমি চিন্তিত ছিলাম খুব।

এই চিন্তা ভাবনার মধ্যে
ধীরে ধীরে বড়ো হতে লাগলাম।

আমাকে চিনতে পারছে অনেকেই,
সাথে আমিও।

সেই ছোট পরিবারটা আর নেই,
অনেক বড়ো হয়েছে এখন।

দেশ বিদেশে এখন আমার অনেক বন্ধু,
ভালোবাসায় যেন বুক ভরে গেছে।

আমাকে নিয়ে কতো স্বপ্ন দেখছে!
সেই স্বপ্নের পূর্ণতা দিতে ব্যস্ত আমি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...