Wednesday, May 19, 2021

মিঠুন দেবনাথ

অসহায়ত্ত্বের  বোঝা 

সারা পৃথিবী জুড়ে আজ মৃত্যুর হাতছানি ।
এদিন ওদিক ঘুরে  বেড়ায় ,
যদি মিলে দু দানা ক্ষুধার অন্ন পানি ।
মানবজাতি আজ কত নিঃস্ব কত অসহায় ।
নিজেকে করেছে গৃহ বন্দি ,
একটু বাঁচিবার প্রত‍্যাশায় ।
আজ সৃষ্টি কর্তা ও যেন গোটিয়ে রেখেছে নিজের হাত ।
কত ভাবনা চিন্তা আলোচনা চলছে বিশ্ব জুড়ে  ,
ভাগ্য দেবী যেন চলে গেছে বহু দূরে ,
মানবজাতিকে দেয়না সাথ ।
প্রকৃতি আজ হাসছে মন খুলে ,
মুখে তাঁর মুছকী হাসি ।
আজ মানবজাতি সর্বত্র খাছায় বন্দি ,
যা কখনো ছিল পশু পাখি ।
মানুষ কখনো নিজেকে ভেবেছে বিশাল শক্তিশালী ,
কখনো বা প্রভূত ধনবান ।
প্রকৃতির সৃষ্টি ও স্রষ্টা কে করেছে অবজ্ঞা ,
কখনো করেনি সন্মান ।
নিরীহ জীবকূলের উপর চালিয়েছে শাসন আর শোষণ ।
নিঃস্ব অসহায়ের উপর করেছে কত অত‍্যাচার অবিচার ।
প্রকৃতি কখনো করবে না ক্ষমা ,
তাদের এই দূরব‍্যাবহার ।
সকল মানবজাতিকে দিতে হচ্ছে আজ ,
তাদের কৃত কর্মের দাম ।
জানিনা কত দিন চলবে এই ,
নিঃস্বতা আর অসহায়ত্বের বোঝা ।
কখনো কি হবে না পরিত্রান ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...