Wednesday, May 19, 2021

মিঠুন দেবনাথ

অসহায়ত্ত্বের  বোঝা 

সারা পৃথিবী জুড়ে আজ মৃত্যুর হাতছানি ।
এদিন ওদিক ঘুরে  বেড়ায় ,
যদি মিলে দু দানা ক্ষুধার অন্ন পানি ।
মানবজাতি আজ কত নিঃস্ব কত অসহায় ।
নিজেকে করেছে গৃহ বন্দি ,
একটু বাঁচিবার প্রত‍্যাশায় ।
আজ সৃষ্টি কর্তা ও যেন গোটিয়ে রেখেছে নিজের হাত ।
কত ভাবনা চিন্তা আলোচনা চলছে বিশ্ব জুড়ে  ,
ভাগ্য দেবী যেন চলে গেছে বহু দূরে ,
মানবজাতিকে দেয়না সাথ ।
প্রকৃতি আজ হাসছে মন খুলে ,
মুখে তাঁর মুছকী হাসি ।
আজ মানবজাতি সর্বত্র খাছায় বন্দি ,
যা কখনো ছিল পশু পাখি ।
মানুষ কখনো নিজেকে ভেবেছে বিশাল শক্তিশালী ,
কখনো বা প্রভূত ধনবান ।
প্রকৃতির সৃষ্টি ও স্রষ্টা কে করেছে অবজ্ঞা ,
কখনো করেনি সন্মান ।
নিরীহ জীবকূলের উপর চালিয়েছে শাসন আর শোষণ ।
নিঃস্ব অসহায়ের উপর করেছে কত অত‍্যাচার অবিচার ।
প্রকৃতি কখনো করবে না ক্ষমা ,
তাদের এই দূরব‍্যাবহার ।
সকল মানবজাতিকে দিতে হচ্ছে আজ ,
তাদের কৃত কর্মের দাম ।
জানিনা কত দিন চলবে এই ,
নিঃস্বতা আর অসহায়ত্বের বোঝা ।
কখনো কি হবে না পরিত্রান ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...