প্রার্থণা
তোমার মত গুছিয়ে যে বলতে পারে না কথা
দেখো গিয়ে হয়তো সে নীরবে ভীষণ ভালো আঁকে ছবিটা।
তুমি যার পোশাক দেখে করছো সমালোচনা
বিপদে সেই পাশে দাঁড়ায়, তোমার আমার থেকে ভীষণ আলাদা।
তুমি যাকে তুচ্ছ ভেবে করেছো অবহেলা
সেই একদিন মাথা তুলে দাঁড়াবে, দেখবে দুনিয়া।
যাদের দেখে তুমি বলো মানায় নি ঠিক,
তারাই কিন্তু সম্পর্কটা টিকিয়ে রাখছে সঠিক।
সাহায্য করছে এমন ছবি দেখে যখন তুমি বলো সবকিছু লোক দেখানো নাটক,
ওইদিকে ফুটপাতে অবহেলিত মানুষগুলো পার্থনা করে এইরকম দিন ফিরে ফিরে আসুক।
No comments:
Post a Comment