Wednesday, May 19, 2021

অতনু রায় চৌধুরী

প্রার্থণা

তোমার মত গুছিয়ে যে বলতে পারে না কথা
দেখো গিয়ে হয়তো সে নীরবে ভীষণ ভালো আঁকে ছবিটা।
তুমি যার পোশাক দেখে করছো সমালোচনা
বিপদে সেই পাশে দাঁড়ায়, তোমার আমার থেকে ভীষণ আলাদা।
তুমি যাকে তুচ্ছ ভেবে করেছো অবহেলা
সেই একদিন মাথা তুলে দাঁড়াবে, দেখবে দুনিয়া।
যাদের দেখে তুমি বলো মানায় নি ঠিক, 
তারাই কিন্তু সম্পর্কটা টিকিয়ে রাখছে সঠিক।
সাহায্য করছে এমন ছবি দেখে যখন তুমি বলো সবকিছু লোক দেখানো নাটক, 
ওইদিকে ফুটপাতে অবহেলিত মানুষগুলো পার্থনা করে এইরকম দিন ফিরে ফিরে আসুক।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...