Wednesday, May 19, 2021

সুব্রত রায়

অনন্য

লেখার জগতে তুমি অনন্যা প্রকাশন
বর্ষপূর্তিতে তোমাকে জানাই অভিন্দন। 
তোমার প্রকাশনায় আমাকে দিয়েছ ঠাঁই
তোমাকে দূরে থেকে উষ্ণ অভিবাদন জানাই। 
তুমি এগিয়ে যাও,রইল আমাদের শুভকামনা
তোমার সাথে প্রতক্ষ্য করার ছিল মনে বাসনা। 
মননস্রোতের লেখার ধারা বইতে থাকুক
নতুন নতুন কবিদের আশ্রয়স্থল হয়ে উঠুক। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...