Wednesday, May 19, 2021

সুব্রত রায়

অনন্য

লেখার জগতে তুমি অনন্যা প্রকাশন
বর্ষপূর্তিতে তোমাকে জানাই অভিন্দন। 
তোমার প্রকাশনায় আমাকে দিয়েছ ঠাঁই
তোমাকে দূরে থেকে উষ্ণ অভিবাদন জানাই। 
তুমি এগিয়ে যাও,রইল আমাদের শুভকামনা
তোমার সাথে প্রতক্ষ্য করার ছিল মনে বাসনা। 
মননস্রোতের লেখার ধারা বইতে থাকুক
নতুন নতুন কবিদের আশ্রয়স্থল হয়ে উঠুক। 

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...