Wednesday, May 19, 2021

সুব্রত রায়

অনন্য

লেখার জগতে তুমি অনন্যা প্রকাশন
বর্ষপূর্তিতে তোমাকে জানাই অভিন্দন। 
তোমার প্রকাশনায় আমাকে দিয়েছ ঠাঁই
তোমাকে দূরে থেকে উষ্ণ অভিবাদন জানাই। 
তুমি এগিয়ে যাও,রইল আমাদের শুভকামনা
তোমার সাথে প্রতক্ষ্য করার ছিল মনে বাসনা। 
মননস্রোতের লেখার ধারা বইতে থাকুক
নতুন নতুন কবিদের আশ্রয়স্থল হয়ে উঠুক। 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...