অনন্য
বর্ষপূর্তিতে তোমাকে জানাই অভিন্দন।
তোমার প্রকাশনায় আমাকে দিয়েছ ঠাঁই
তোমাকে দূরে থেকে উষ্ণ অভিবাদন জানাই।
তুমি এগিয়ে যাও,রইল আমাদের শুভকামনা
তোমার সাথে প্রতক্ষ্য করার ছিল মনে বাসনা।
মননস্রোতের লেখার ধারা বইতে থাকুক
নতুন নতুন কবিদের আশ্রয়স্থল হয়ে উঠুক।
No comments:
Post a Comment