আমার মাঝবরাবর বারান্দায় সটান দাঁড়িয়ে আছে একটা নদী,
বিয়োজন রেখা পাড় করে নাব্যতা অকাল বর্ষা আসে যদি।
ধূসর রঙের জীবন যাপনে সকাল ভাঙায় শব্দ ঘড়ির অ্যালার্ম,
বুকভর্তি ঘাম ঝরাচ্ছেন স্বয়ং ঈশ্বর-- তাকে সেলাম।
পর্যাপ্ত আকাশ না পেয়ে প্রেমিকা করে আছে মেঘের মতো অভিমান,
দূর থেকে সাদা পাজামা দেখলেই বলে উঠি, ঐ দেখো কবি যান।
দীর্ঘ বিরতির শেষে সংসদ যেভাবে উত্তেজিত হয়ে উঠে দাউদাউ করে,
বিরোধী দলের হয়ে কাজ করে কিছু প্রতিবেশী আমার ভেতর ঘরে।
ব্যথা হয় বুঝি আঁকা হলে বুকের ভেতর ত্রিভুজের পরিসীমা,
কথা হোক তবে রাজনৈতিক বিকেলের মতো এই শহর তিলোত্তমা।
শতবর্ষ পূর্তি পেরোলেই জীবন পায় বুঝি সর্বোচ্চ অভিজ্ঞতা,
আমাদের ঘর হোক এই পৃথিবী বাঁচিয়ে রাখি ভালোবাসার প্রথা।।
No comments:
Post a Comment