Wednesday, May 19, 2021

হাসান চৌধুরী

চূর্ণ কথা

১) গতায়ু 
শঙখ বাজেনি--- আজানের ধ্বনি
স্তব্ধ কবর - শ্মশান
কে যায় ওখানে নির্মোহ জ্ঞানে? 
হিন্দু না মুসলমান? 

২) অতলস্পর্শ 
চলন্ত হাওয়ায় তা দিতে দিতে 
চলমান মেয়েটি
নদীর পাড়  ভাঙা সবুজ গালিচা খসে
নিশ্চিহ্ন হয়ে গেল বহমান স্রোতে 

৩) পোড়াগন্ধে ভালবাসা 
ভালবাসা পুড়িয়ে দিলে যে গন্ধ 
তাতেই অনেকের ঈপ্সিত আনন্দ 
তীর নেই যাযাবর ভেসে যায়
কখনও জিজ্ঞাসা করিনা
   ---" তোর বাড়ি কোথায়? " 

৪) মৃতবৎসা স্বপ্ন
মৃতবৎসা স্বপ্ন নিয়ে পথ হাটি 
জ্বলন্ত অঙ্গার জ্বলে
      বুকের বাঁ পাশে.... 

৫) আভাস 
কেউ না বললেও ভোরের বাতাস 
সূর্যের প্রথম কিরণ জানিয়ে দেয় 
রাত পোহানোর প্রান্তিক আভাস।     

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...