চারুলতা
না আমি চারুলতা নই
যে তোমার প্রেমে সাড়া দেবো,,,
আমি লতার মতো তোমায় জড়াবো না।
বৈশাখের খা খা রোদে মাঠ থেকে গোবর কুড়িয়ে এনে বাড়িতে রাখছি।
গোলাপ গাছে দেবো বলে।
চিলের দল এখনও মাথার উপর দিয়ে উড়ছে।শকুনেরা শুকনো গাছে বসে আছে শিকার করবে বলে।চিত্ত দাদুর গরুরা হাই তুলছে এক পশলা বৃষ্টির জন্য।
বাড়ির হাসগুলি পুকুরে জল না পেয়ে কান্না করছে।শুনেছি বর্ষা আসতে দেরি। বৈশাখের রোদে বটগাছে ফাটল ধরেছে প্রিয়।।
No comments:
Post a Comment