হে বিশ্ববকবি তুঁমি আজ কোথায়
হে বিশ্বকবি, তুঁমি আজ কোথায়?
তোঁমার প্রতি যে ভালবাসাটুকু ছিল তা তো ফুরাবার নয়,
তাই তো সেই ভালবাসাকে আজও খুঁজি
কোথায় হারিয়েছি তা জানি না
হাজার মানুষের মাঝে আছে না কি
তাদের কবিতার মাঝে আছে?
কোথায় পাব বলো তোঁমাকে....
তোঁমাকে কি ফেলে এসেছি নদীর ওপারে
না কি পিচঢালা রাজপথের সীমানায়
কোথায় হারিয়েছি তোঁমাকে বলো তো
ধানের ছড়ার মাঠে,মাছেদের ঝাকে
না কি ঘেরের ঐ বাধালের মাঠে?
হে বিশ্বকবি
তোঁমার কথা ভাবতেই ভালবাসার রোদ্দুরে বাতাসে শিহরিত হয় মায়াবী দুটি চোখ
ভালবেসে গান গেয়ে যায় মৃদুস্বরে,
তোঁমাকে কি রেখে এসেছি সরষে বনের মাঠে?
তোঁমার কথা ভাবতেই এখনো দখিনা বাতাসে উড়ে যায় কপালের এলো চুলগুলো,
বিকালে শাড়ির আঁচল ধরে এখনো মেঘেরা হৈচৈ করে
সকালের শিশির এখনো রাঙা চরণে রঙিন হয়
তুঁমি আছো স্মরণে জীবন্ত স্মৃতিময় হয়ে ভালবাসার পান্ডুলিপিতে,
মায়ের ঐ মেঠো পথের আঁচলে
তবুও খুজে পাইনা কেন?
বড্ড জানতে ইচ্ছা করে
হে বিশ্বকবি, তুঁমি কোথায়?
হে বিশ্বকবি, তুঁমি আজ কোথায়?
তোঁমার প্রতি যে ভালবাসাটুকু ছিল তা তো ফুরাবার নয়,
তাই তো সেই ভালবাসাকে আজও খুঁজি
কোথায় হারিয়েছি তা জানি না
হাজার মানুষের মাঝে আছে না কি
তাদের কবিতার মাঝে আছে?
কোথায় পাব বলো তোঁমাকে....
তোঁমাকে কি ফেলে এসেছি নদীর ওপারে
না কি পিচঢালা রাজপথের সীমানায়
কোথায় হারিয়েছি তোঁমাকে বলো তো
ধানের ছড়ার মাঠে,মাছেদের ঝাকে
না কি ঘেরের ঐ বাধালের মাঠে?
হে বিশ্বকবি
তোঁমার কথা ভাবতেই ভালবাসার রোদ্দুরে বাতাসে শিহরিত হয় মায়াবী দুটি চোখ
ভালবেসে গান গেয়ে যায় মৃদুস্বরে,
তোঁমাকে কি রেখে এসেছি সরষে বনের মাঠে?
তোঁমার কথা ভাবতেই এখনো দখিনা বাতাসে উড়ে যায় কপালের এলো চুলগুলো,
বিকালে শাড়ির আঁচল ধরে এখনো মেঘেরা হৈচৈ করে
সকালের শিশির এখনো রাঙা চরণে রঙিন হয়
তুঁমি আছো স্মরণে জীবন্ত স্মৃতিময় হয়ে ভালবাসার পান্ডুলিপিতে,
মায়ের ঐ মেঠো পথের আঁচলে
তবুও খুজে পাইনা কেন?
বড্ড জানতে ইচ্ছা করে
হে বিশ্বকবি, তুঁমি কোথায়?
No comments:
Post a Comment