Wednesday, May 19, 2021

লিটন শব্দকর

বৈশাখলিপি

বোধ হয় বুকের ভেতরে এই বৈশাখ মাসে
সব ঝোড়ো বাক্যালাপ নির্লিপ্ত হয়ে আসে।
বারান্দায় রাতভর কালবৈশাখীর মজলিশ
জুড়িয়ে ওঠা অনুভব ফুরোতে শেখা পালিশ। এমনি অ্যালজেব্রা উঠোনে আমের সবুজে
ভোরে গ্রীষ্মফোটারা গিয়েছে বৃষ্টির খোঁজে।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...