Wednesday, May 19, 2021

লিটন শব্দকর

বৈশাখলিপি

বোধ হয় বুকের ভেতরে এই বৈশাখ মাসে
সব ঝোড়ো বাক্যালাপ নির্লিপ্ত হয়ে আসে।
বারান্দায় রাতভর কালবৈশাখীর মজলিশ
জুড়িয়ে ওঠা অনুভব ফুরোতে শেখা পালিশ। এমনি অ্যালজেব্রা উঠোনে আমের সবুজে
ভোরে গ্রীষ্মফোটারা গিয়েছে বৃষ্টির খোঁজে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...