Wednesday, May 19, 2021

স্নেহাশীষ রায়

অপেক্ষা করো 

ধৈর্য্যহারা হয়োনা তুমি,
তুমি অপেক্ষা করো।
তুমি যে সত্য তা মুখ ফুটে বলার 
কোনো প্রয়োজন নেই।
ভাবছো হয়তো আমার মুখখানি
নিলামে স্বল্প দরে বিক্রি হয়ে যাচ্ছে
তাদের মতন;
ভাবছো হয়তো আমার সত্যটা যদি
অমাবস্যার অন্ধকারে কোথাও 
হারিয়ে যায়;
ভাবছো হয়তো এখনই সত্যের 
জাগরণের সময়।
এখনই মিথ্যার চাদরকে দুমড়ে মুচড়ে 
পাশের জঙ্গলের গভীর গর্ত খননে
মাটিচাপা দিয়ে রাখবে।
এতটা আকুল হইয়ো না,
ধৈর্যের বাঁধটা সহজেই ভেঙে দিও না।
বর্ষার অবিরাম বজ্রধ্বনির শেষে
স্নিগ্ধ শ্যামল শরতের অপেক্ষা করো।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...