মায়ের স্মৃতি
একদিন হঠাৎ ঘুম ভেঙ্গে যায় আমার, মা তুমি সেই দিন নেই
সত্যি তুমি সেই দিন ছিলে না কোথাও।
বিশৃঙ্খল হয়ে গেল সেই দিনের ভোরের আলো,
সকালের ঘাস হারালো শিশিরগুলো।
আমার অশ্রু ভেজা বালিশ নিয়ে ঘুমিয়ে ছিলাম তোমার সাথে শেষ সেই রাতে,
বালিশটা আজও হইতো শুকিয়ে পরেছে
পরের সকালের সেই ভোরের আলোয়।
আমার সেই বুকের ক্ষতটা এখন শুকায়নি
থাক আমার মনে তোমার স্মৃতির সেই ক্ষত,
ক্ষত - বিক্ষত নিয়ে থাক আমার মনের এই পরিবারটা।
মনকে একা করে এই ভূপিষ্ঠে,
তোমার না থাকার মাঝে।
তোমার আদর, যত্ন, সেহাগ, ভালোবাসা গুলো
থাকনা আজ আমার মনের স্মৃতিতে আবদ্ধ হয়ে।
No comments:
Post a Comment