Wednesday, May 19, 2021

পান্থ দাস

নব পুষ্প

নতুন দিনের নতুন অভয়
যাচ্ছে রাত কাটছে সময়,
নতুন মেঘের সোনালি আভায়
এসেছি আবার নব বৈশাখী মেলায় ৷

আম পাকে, জাম পাকে
পাকে আরো কতো রসালো ফল,
গাছে গাছে নব ডালে
ফোটে আবার নব পুষ্প দল ৷

দিনেকের সাথে
খুঁজি নতুন আশা,
চৈত্রের শেষে বছরের শুরুতে
হই সামিল উৎসবে আবার,
কবি গুরুর ভাষায় ৷

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...