নব পুষ্প
নতুন দিনের নতুন অভয়
যাচ্ছে রাত কাটছে সময়,
নতুন মেঘের সোনালি আভায়
এসেছি আবার নব বৈশাখী মেলায় ৷
আম পাকে, জাম পাকে
পাকে আরো কতো রসালো ফল,
গাছে গাছে নব ডালে
ফোটে আবার নব পুষ্প দল ৷
দিনেকের সাথে
খুঁজি নতুন আশা,
চৈত্রের শেষে বছরের শুরুতে
হই সামিল উৎসবে আবার,
কবি গুরুর ভাষায় ৷
No comments:
Post a Comment